মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা এর নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) সুবীর সরকার ও এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন বালিচান্দা বাজার সাকিনস্থ হালুয়াঘাট হইতে ধোবাউড়া গামী পাকা রাস্তার উত্তর পার্শ্বে আব্দুস ছালাম (৫২) পিতা মৃত-আসন আলী, সাং-বালিচান্দা উত্তরপাড়া, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ১২ আগষ্ট ২০২৩ ইং ১৮০ পিস ইযাবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ শামীম মিয়া (২৭), পিতা-মৃতঃ নুরুল আমীন, মাতা-সোলেমা খাতুন, সাং-বালিচান্দা (আব্দুল গনির বাড়ীর পাশে), থানা-হালুয়াঘাট,জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করে।
উদ্ধারকৃত ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।