মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
এসএসসি পরীক্ষায় ২০২৩ ইং এ উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করছে বিএসবি- ক্যামব্রিয়ান শিক্ষা গ্রুপ। দেশের ১২টি ভেন্যুতে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে সোমবার ১৪ আগষ্ট দিনব্যাপী নগরীর টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম হলে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
সকাল-বিকাল দুটি পর্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার। অনুষ্ঠানে লায়ন এম কে বাশার বলেন, শিক্ষার্থীদের প্রথমে লক্ষ্য ঠিক করতে হবে,এগিয়ে যেতে হলে পড়াশোনার পাশাপাশি নিজের দক্ষতাও বাড়াতে হবে। বিভিন্ন স্কিল আয়ত্ত, ডিবেটিং, স্কাউটিং, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণসহ সভা-সেমিনারে অংশগ্রহণ করে নিজের প্রোফাইল বড় করতে হবে।
তাহলে সহজেই নিজের লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, ময়মনসিংহ আইডিয়াল কলেজে অধ্যক্ষ মোহাম্মদ হামদুর রহমান, ক্যামব্রিয়ান কলেজের অধ্যক্ষ বাগমুই দও, কিংস কলেজের অধ্যক্ষ মোহাম্মদ খায়রুল ইসলাম সহ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যামব্রিয়ান কলেজের শিক্ষক ও এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থী সহ শিক্ষার্থীদের অভিভাবকগণ।