Header Image

ধোবাউড়ায় আওয়ামীলীগের শোক দিবস পালিত

বার্নার্ড সরকার:

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় দলীয় কোন্দলের কারনে উপজেলা আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছেন আলাদা রূপে।
এবিষয়ে ধোবাউড়া থানা পুলিশ কড়া নজরদারিতে ছিলেন যেন কোন প্রকার ও প্রীতি কর ঘটনা যেন না ঘটে।

১।টিতে ছিলেন ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন।

২।অন্য দলটিতে ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল।

রোজ মঙ্গলবার সকাল ১১ঘটিকায় বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয়,দলীয় কালো পতাকা উত্তোলণ,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন,ও দোয়া-মোনাজাত,আলোচনা সভা শোক র‌্যালী অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ.র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া শোক দিবসের সরকারি বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহণ শেষে নেতা কর্মীদের মাঝে খাবার বিতরণ করেন।

প্রিয়তোষ বিশ্বাস বাবুলের নেতৃত্বে বেলা ১২ঘটিকার দিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় অফিসের সম্মুখ থেকে একটি শোক র‌্যালি বের করা হয়।

র‌্যালীটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দলীয় কার্যালয়ে এসে আলোচনাঃ সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন হতে আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা প্রশাসন নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করেন।

কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলণ,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন,আলোচনা সভা,শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও প্রতিযোগিতা,বীরমুক্তিযোদ্ধার নিয়ে মিলাদ ও দোয়া।

ধোবাউড়া উপজেলার সকল সরকারী, বে-সরকারী প্রতিষ্ঠান ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে ধোবাউড়া উপজেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!