
মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুসলিম ইনস্টিটিউটের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার ১৯ আগষ্ট বিকেলে এ উপলক্ষে নগরীর মুসলিম ইনস্টিটিউটের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামালের সভাপতিত্বে ও ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক দিলরুবা সারমীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ এহ্তেশামুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ডা. মতিউর রহমান ভূঞা, এবং প্রারম্ভিক বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ মাহবুবুর রহমান হেনরি। এছাড়াও আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ড. মোঃ সিরাজুল ইসলাম। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ এহ্তেশামুল আলম।