
ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ৩০৪ পিস ইয়াবাসহ মাদক সম্রাট হান্নান (৫৪) কে গ্রেফতার করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া কাজী বাড়ীর মমতাজ উদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে থানা পুলিশ স্থানীয় ছনকান্দা বাজারে মাদকদ্রব্য উদ্বার ও গ্রেফতারি পরোয়ানার জন্য অবস্থান করেন। পরে এসময় রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সংবাদ পায় রাধাকানাই কান্দাপাড়া ৩ রাস্তার মোড়ে কতিপয় মাদক কারবারি মাদক বিক্রির উদ্দেশ্য অবস্থান করছেন।
এমন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুজ্জামান খান এর সার্বিক দিক নির্দেশনায় এস আই মো. আল-আমিন, এ এস আই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৩০৪ পিস ইয়াবাসহ হান্নাকে আটক করেন। গ্রেফতারকৃত ইতিপূর্বেও ইয়াবাসহ গ্রেফতার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুজ্জামান খান ভোরের আকাশকেজানান, মাদক সম্রাট হান্নানকে ৩০৪ পিস ইয়াবাসহ গ্রেফতারপূর্বক আদালতে পাঠানো হয়েছে।