Header Image

ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের অভিযানে অটো মিশুক উদ্ধার সহ গ্রেফতার ৩ জন

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা এর নির্দেশনা ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ এর দিকনির্দশনায় ময়মনসিংহ

কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) মনিরুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্স নিয়ে ময়মনসিংহ সদর থানার মামলা নং-৬২, তারিখ-২০/০৮/২০২৩ ইং ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন সংশোনী ২০১৯ এর ৪/৫ থানায় রুজুর ৩ ঘন্টার মধ্যে থানা এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ

কোতোয়ালী মডেল থানাধীন ময়লাকান্দা নামক স্থান হইতে ছিনতাইকারী ১। আলা উদ্দিন(২০), পিতা-আইনাল হক, মাতা-মোছাঃ পারুল, গ্রাম-কাঠ বউলা, থানা-মুক্তাগাছা, এ/পি- কাশর, ২। অভি (২১), পিতা-মৃত আলি আজম লিটন, মাতা-হোসনারা বেগম, গ্রাম-কাশর (বউবাজার) ৩। মোঃ মিজু (২২), পিতা-মমিন ফকির, মাতা-স্বপ্না খাতুন , গ্রাম-কাশর (বউবাজার) সর্ব থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করতঃ আসামীদের হেফাজত হইতে অত্র মামলার ছিনতাইকৃত একটি ব্যাটারী চালিত অটো মিশুক গাড়ী উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্ররণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!