মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহে অসহায় প্রতিবন্ধী সইনা মিয়াকে একটি মিশুক গাড়ি উপহার দিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।
মঙ্গলবার ২২ আগষ্ট দুপুরে নগরীর সিটি কর্পোরেশন প্রাঙ্গণে মসিকের সহকারী সচিব মোঃ আমিনুল ইসলাম প্রতিবন্ধী সইনা মিয়াকে মিশুক গাড়িটি হস্তান্তর করেন।এসময় উপস্থিত ছিলেন, মহানগর তাঁতিলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান জেলা মৎস্যজীবীলীগের সদস্য আব্দুল্লাহ আল মামুন।
উল্লেখ্য যে প্রতিবন্ধী সইনা মিয়া গত ৩,৪ বছর আগে গাড়ি এক্সিডেন্ট করে দুটি পা হারিয়ে অসহায় ভাবে জীবন যাপন করে আসছিলেন। তিনি নগরীর ১৫ নং ওয়ার্ড মাসকান্দা গনসার মোড়ের বাসিন্দা। প্রতিবন্ধী সইনা মিয়ার বিষয়ে জেলা মৎস্যজীবীলীগের সদস্য আব্দুল আল মামুনের মাধ্যমে জানতে পেরে তাকে পুনরায় কর্মসংস্থানের জন্য একটি মিশুক উপহার দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এই বিষয়ে প্রতিবন্ধী সইনা মিয়া বলেন, আল্লাহ আমাদের মেয়র সাহেবকে সুস্থ রাখুক। আমি গাড়ি এক্সিডেন্টের পর দুটি পা হারিয়ে খুব কষ্টে দিন পার করছিলাম। আমি ভাবতে পারিনি যে আবার কাজে ফিরতে পারবো।
আমাদের এলাকার মামুন ভাই আমাদের মেয়র টিটু সাহেবকে বলে আমাকে একটা মিশুক গাড়ি উপহার দিলেন। আমি দোয়া করি মেয়র সাহেব যেন সুস্থ থেকে আমার মত আরোও অসহায় মানুষের সেবা করে যেতে পারে।