স্টাফ রিপোর্টারঃ
“দুর্নীতিকে ঘৃণা করবো,সদা সত্য কথা বলবো” এই প্রতিপাদ্যকে নিয়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) দুপুরে ত্রিশাল নজরুল বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল-মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মুহাম্মদ আলমগীর কবীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান (আনিছ)।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাঈন উদ্দিন, ত্রিশাল নজরুল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
উক্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মোখলেছুর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে মেয়র আনিছুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, একটি পরিবার বা সংসারের প্রধান হচ্ছে পিতা।তোমরা যদি তোমাদের পিতা মাতার উপর অতিরিক্ত অর্থের বা সম্পত্তির বুঝা চাপিয়ে না দিয়ে তোমরা সবাই যদি আজ থেকে বলো বাবা আল্লাহ আমাদের যা দিয়েছেন তাতেই আলহামদুলিল্লাহ।
তাহলে দেখবে ধীরে ধীরে আমাদের দেশ ও সমাজ থেকে দুর্নীতি কমে গেছে।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে পুরষ্কার প্রদান করা হয়।