২৮আগস্ট (সোমবার)২০২৩ইং:- ময়মনসিংহের সর্বজন শ্রদ্ধেয় কিংবদন্তি রাজনৈতিক,বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ এর সাবেক সভাপতি, সাবেক ধর্মমন্ত্রী, সাবেক সংসদ সদস্য, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান আজ রাত ১২:০০ ঘটিকায় ময়মনসিংহ নেক্সাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় পৃথিবীর মায়া ত্যাগ করে চির দিনে জন্য বিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অধ্যক্ষ মতিউর রহমান স্যারের মৃত্যুতে ময়মনসিংহে রাজনৈতিক ও সামাজিক অঙ্গন যেন থমকে গেছে ।
অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মাহফিজুর রহমান বাবুল এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
এছাড়া শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপজেলা জাপার আহবায়ক আলহাজ্ব নাজমুল হক সরকার ও উপজেলা জাপার সদস্য সচিব Adv Habibur Rahman Habibullah ,উপজেলা জাপার সম্মানিত সদস্য নূরুল ইসলাম নাহিদ ‘সহ উপজেলা জাতীয় পার্টিরনেতৃবৃন্দ শোকবার্তায় ময়মনসিংহের কিংবদন্তি রাজনীতিবিদ অধ্যক্ষ মতিউর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।