
আনোয়ার হোসেন, ভালুকা (ময়মনসিংহ) :
ময়মনসিংহের ভালুকায় শত্রুতার জেরে এক অসহায় পরিবারের বসত বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।
সোমবার (২৮-০৮-২০২৩) রাতে উপজেলার মামারিশপুর এলাকায় মৃত ইমাম উদ্দীনের ছেলে আশরাফ উদ্দীনের বাড়িতে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়, শত্রুতার জেরে তারই ছোট ভাই কামাল হোসেন জোর পূর্বক বসত বাড়ী দখলের উদ্দেশ্যে হামলা করে। আশরাফ পুলিশের জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় আশরাফ বাদী হয়ে সকালে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ করেছেন।
এ ঘটনায় অভিযুক্ত কামাল হোসেন মোবাইল ফোনে জানান, ভাংচুর ও হত্যার উদ্দেশ্যে গুলি করার কথা মিথ্যা আমি তার বাড়ি ভাংচুর করিনি। মিথ্যা অভিযোগ দিয়েছেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য শাহাবুদ্দিন কুমার জানান, রাতে ঘটনার কথা শুনেছি বিষয়টি দুঃখ জনক
এ ঘটনায় ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বসত ঘরে হামলা ও ভাংচুরের ঘটনার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।