বিশেষ প্রতিনিধি :
শেরপুরের নকলা উপজেলায় একটি পিকআপভ্যান থেকে চার হাজার ২৩৫ কেজি ভারতীয় চিনি জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ ময়মনসিংহের একটি দল।
আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) ভোরে এই অভিযান চালায় র্যাব এ সময় সিরাজুল ইসলাম (৬৮) ও আনিসুজ্জামান (৪০) নামে দুজনকে আটক করা হয়।
র্যাব ১৪-এর সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ১৪ ময়মনসিংহের একটি দল নকলা উপজেলায় সন্দেহজনক একটি পিকআপে তল্লাশি চালায়। এ সময় চোরাচালানের মাধ্যমে আনা চার হাজার ২৩৫ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয় পিকআপটি থেকে।
এ সময় চোরাচালানের সঙ্গে যুক্ত সন্দেহে নালিতাবাড়ীর গড়কান্দার সিরাজুল ইসলাম ও ময়মনসিংহের ধোবাউড়ার আনিসুজ্জামানকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ ময়মনসিংহ
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা শুল্ক ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে চোরাই পণ্য এনে বাজারজাত করছিল। আটক ব্যক্তিদের নকলা থানায় হস্তান্তর করা হয়েছে।