Header Image

ত্রিশালে নবদূত ক্রীড়া চক্র পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

 

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন নবদূত ক্রীড়াচক্রের আয়োজনে ও পরিচালনায় পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

শুক্রবার (১লা সেপ্টেম্বর) বিকালে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী।

ত্রিশাল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফজলে রাব্বি, আওয়ামী লীগ নেতা মুকছেদুল আমিন মৃধা, পৌর প্যানেল মেয়র-১ রাশিদুল হাসান বিপ্লব, প্যানেল মেয়র-২ মানিক সাইফুল, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান নাসিম, বাংলাদেশ কৃষক লীগের উপজেলা শাখার সভাপতি মাহবুবুল আলম,সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, ত্রিশাল পৌরসভার ৪নং ওয়ার্ড বনাম ৭নং ওয়ার্ড একাদশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!