Header Image

আরোও একটি হত্যা মামলার রহস্য উদঘাটনসহ ৩ জনকে গ্রেফতার করল তারাকান্দা থানা পুলিশ

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ ২৪ ঘন্টার মধ্যে আরোও একটি হত্যা মামলার রহস্য উদঘাটনসহ হত্যাকান্ডে জড়িত তিন জন আসামিকে গ্রেফতার করেছে।

শনিবার ২ সেপ্টেম্বর সহকারি পুলিশ সুপার ফুলপুর সার্কেল আতাহারুল ইসলাম তালুকদার ও তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের সোহেল এক প্রেস ব্রিফিং করে এইসব তথ্য জানান। তারা লিখিত বক্তব্য আরোও জানান উপজেলার নলদীঘি গ্রামের লাল মিয়া খান (৫০)কে ২৯/০৮/২০২৩ তারিখে রাত আনুমানিক ১০ টার দিকে ওই গ্রামের জৈনক কাশেম মিয়ার চা দোকানে চা খেয়ে মধ্য পাড়ার দিকে চলে গিয়ে আর ফিরে আসে না। পরিবারের লোকজন লাল মিয়া’কে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে তারাকান্দা থানায় সাধারণ ডায়েরি করে, যার নাম্বার-১৪৩৬। পরে বিষয়টি আমলে নিয়ে সহকারী পুলিশ সুপার ফুলপুর সার্কেল ও তারাকান্দা থানার অফিসার ইনচার্জ টিম ওয়ার্ক কাজ শুরু করে। উক্ত মামলার তদন্ত করার ভার এস আই (নিঃ) মোঃ রায়হানুর রহমানকে দেওয়া হয়।

গত ৩১/০৮/২০২৩ তারিখে দুপুরে অজ্ঞাতনামা আসামি ফোন করে, লাল মিয়া’কে অপহরণ করা হয়েছে তার মুক্তিপণ হিসেবে দাবি করেন ৩০ লক্ষ টাকা দিতে হবে। পরে ১/০৯/২০২৩ তারিখ সকালে মুজিবুর রহমান’র ফিশারি পুকুরে লাল মিয়ার লাশ পাওয়া যায়, খবর পেয়ে তাৎক্ষণিক তারাকান্দা থানা পুলিশ লাশ উদ্ধার করে।এর পূর্বেই উল্লেখিত ঘটনাকে কেন্দ্র করে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে, তারা হলেন ১। সোহেল মিয়া (৩৫) পিতা-শাহজাহান ২।শাহিন মিয়া (৪৫) পিতা-আব্দুল জব্বার খান ৩। আব্দুল বারেক (৪০) পিতা-আলী আকবর।

এ ব্যাপারে মৃত লাল মিয়া খানের ছেলে, রাসেল মিয়া গত ০১/০৯/২০২৩ তারিখ তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করে মামলা নং -০২। ধারা ৩৬৪/৩৮৫/৩০২/২০১/৩৪ রজু হয়।

তারাকান্দা থানায় অপহরণ ও হত্যা করে লাশ গুম করার ঘটনায় মামলায় জড়িত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!