ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আগামী দ্বদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সময়ের সাহসিক জনপ্রিয় নেতা ত্রিশাল পৌরসভা থেকে পরপর তিন বারের ব্যাপক ভোটে নির্বাচিত মেয়র বীরমুক্তিযোদ্ধা প্রয়াত আবুল হোসেন চেয়ারম্যানের সুযোগ্য সন্তান আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ প্রবীণ ও ত্যাগী আওয়ামীলীগ নেতা কর্মীদের নিয়ে কর্মী সমাবেশ করেছেন।
রবিবার বিকেলে কানিহারী ইউনিয়ন সেনবাড়ি রেলস্টেশন এলাকায় স্থানীয় আওয়ামীলীগ এই কর্মী সমাবেশেরে আয়োজন করলে ত্রিশাল থেকে বিশাল একটি মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে মেয়র আনিছ কর্মী সমাবেশে হাজির হন। কর্মী সমাবেশে যাওয়া মাত্রই জয়বাংলা জয় বঙ্গবন্ধু ও মেয়র আনিছকে এমপি হিসেবে দেখতে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন পুরো এলাকায়। এরপর কর্মী সমাবেশ শুরু হয় এতে সভাপতিত্ব করেন, কানিহারী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিঃসহ-সভাপতি গোলাম রাব্বানী রতন।
প্রধান অতিথি ছিলেন, মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুল আলম,সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু,উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি সোয়েল মাহমুদ সুমন,সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শহিদুল ইসলাম স্বপন।
এছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগের প্রবীণ নেতৃবৃন্দ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ। কর্মী সমাবেশে প্রায় কয়েক হাজার লোকের উপস্থিতিতে জনসভার রূপ নেয়। কর্মী সভায় মেয়র বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার এই আওয়ামীলীগ ক্ষমতায় ছিল বলেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিলে এমপি হতে পারলে ত্রিশাল পৌরসভার মত সারা ত্রিশালকে উন্নয়ন করে অত্যাধনিক একটি উপজেলা প্রতিষ্ঠা করবো।