মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
গত ২৯ আগষ্ট ২০২৩ ইং মুক্তাগাছা থানাধীন পানহাটি সাকিনের যুবলীগ নেতা আসাদকে গুরুত্বর আঘত করে আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
উক্ত ঘটনায় বাদীর অভিযোগ থানায় প্রাপ্ত হয়ে মুক্তাগাছা থানার মামলা নং-৩০, তারিখ-৩১/০৮/২০২৩ ইং ধারা-১৪৩/৩০২/১১৪/৩৪ পেনাল কোড রুজু হয়।
মামলাটি মাননীয় পুলিশ সুপার,ময়মনসিংহ মহোদয়ের নির্দেশে মামলার তদন্তভার জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহে ন্যাস্ত করার সাথে সাথে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে ডিবি’র টিম ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আসামী ১। মোঃ মমিনুল হক (২১) পিতা মনজুরুল হক মাতা রোশন আরা খাতুন সাং তারাটি ফকিরপাড়া, ২। সাখাওয়াত হোসেন লিমন (১৯), পিতা-মোখলেছুর রহমান, মাতা-ফরিদা ইয়াছমিন, সাং-তারাটি ফকিরপাড়া, উভয় থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহদ্বয়কে ০৪/০৯/২০২৩ ইং সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানাধীন চান্দালিপাড়া এলাকা হতে গ্রেফতার করা হয়।ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি জানান হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে ।