ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ থেকে ময়মনসিংহ ১১ ভালুকা আসনের মনোনয়ন প্রত্যাশী হাজী রফিকুল ইসলাম রফিক। তিনি সাধারণ জনসাধারণের মাঝে গণ সংযোগ শুরু করেছেন।
সোমবার ৪ সেপ্টেম্বর উথুরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে, বাজার দোকানে মানুষের সাথে মতবিনিময় করেন।
এ সময় জেলা আওয়ামী লীগের এ সাবেক নেতা সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড মানুষের মাঝে তুলে ধরেন। উন্নয়নের মহাসড়কে আজ বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে আজ বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উচু করে দাড়িয়ে আছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করি।
তিনি বক্তব্য কালে বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন আমরা সকলেই তার হয়ে কাজ করতে হবে। আমিও ভালুকা থেকে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী আপনারা আমার জন্য দোয়া করবেন।
এ সময় উপস্থিত ছিলেন উথুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক চৌধুরী, উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল আলম খোকনসহ উপস্থিত ছিলেন , আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।