ভালুকা প্রতিনিধি ঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ ময়মনসিংহের ভালুকা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক-২০২৩ নির্বাচিত হয়েছেন উপজেলার নিশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোকাদ্দেছ উর রহমান।
উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য তাকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
মোঃ মোকাদ্দেছ উর রহমান এ নিয়ে দ্বিতীয়বার ভালুকা উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। এর আগে ২০২২ সালে উপজেলায় তিনি শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হন।
মোঃ মোকাদ্দেছ উর রহমান ২০১৩সাল থেকে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।তিনি অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা ও শিক্ষার মান উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি ইংরেজি বিষয়ের মাস্টার ট্রেইনার হিসাবে উপজেলায় কাজ করছেন। এছাড়া বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়নমূলক ও সৃজনশীল কাজের মাধ্যমে ইতোমধ্যে তিনি যথেষ্ঠ সুনাম কুড়িয়েছেন।