ময়মনসিংহ প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগ ত্রিশাল উপজেলা শাখার অন্তর্গত ২ নং বৈলর ইউনিয়ন শাখার আংশিক অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) যৌথ স্বাক্ষরে ৩১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান মন্ডল ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমিনুল হাসান সোহান।
কমিটি অনুমোদন দেওয়ায় ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। কমিটিতে নবনির্বাচিত সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাকির হোসাইন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সারোয়ার ইসলাম সাগর।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মন্ডল জানান আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৈলর ইউনিয়ন ছাত্রলীগের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তারা নিরসলভাবে কাজ করবে।