ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাবেক ছাত্রলীগ,যুবলীগ ও তাতীলীগ নেতা বাবুল আহমেদ আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিদিন উঠান বৈঠক ও সাধারণ মানুষের কাছে দোয়া চেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নমূলক প্রচার প্রচারণা করছেন ।
বাবুল আহমেদ বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে দল থেকে নৌকা প্রতীকে মনোনীত করেন তাহলে আমি বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো ত্রিশাল উপজেলাকে একটি ডিজিটাল উপজেলা হিসেবে রূপান্তরিত করবো ইনশাল্লাহ।
আরো বলেন রাজনীতি জীবনের শুরু থেকে আমি বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আমার রাজনীতির পথচলা জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করব ইনশাল্লাহ ও মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি আমার সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ