মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
এসআই (নিঃ) কমল সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন বিলডোরা মোজাহাটি সাকিনস্থ মোঃ আইয়ুব খান (৫২), পিতা-মৃত হাকিম উদ্দিন এর বসত বাড়ী সংলগ্ন গরুর খামারের দক্ষিন পাশে আঙ্গিনা হইতে ১১ সেপ্টেম্বর ২০২৩ ইং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আইয়ুব খান (৫২), পিতা-মৃত হাকিম উদ্দিন, মাতা-মৃত রাহেলা খাতুন, সাং-বিলডোরা, মোজাহাটি, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। এসআই (নিঃ) সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন বড়ইকান্দি সাকিনস্থ মোঃ শাদির উদ্দীন (৫২), পিতা-মৃত নবী হোসেন, মাতা-মোছাঃ ফাতেমা খাতুন, সাং-বড়ইকান্দি, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ এর মুদি দোকানের সামনে ফাঁকা জায়গায় হইতে ১১ সেপ্টেম্বর ২০২৩ ইং ০১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ ইকবাল শেখ (২৯), পিতা-মৃত ফয়েজ উদ্দিন, মাতা-রোকিয়া বেগম, সাং-কোকাইল ১ম খন্ড, থানা-ফুলপুর, ২। মোঃ কবির খান (৫০), পিতা-মৃত আব্দুল লতিফ খান, মাতা-মৃত সখিনা খাতুন, সাং-কালিখা বাহির কান্দা, থানা-তারাকান্দা, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ কেজি গাঁজা এর বিষয়ে গ্রেফতারকৃত ০৩ জন আসামীর বিরুদ্ধে হালুয়াঘাট ও ফুলপুর থানায় পৃথক মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।