Header Image

ময়মনসিংহে ইউএসএআইডি’র নতুন প্রকল্প সমতা এর শুভ উদ্বোধন

 

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

ময়মনসিংহে পিছিয়ে থাকা ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে আমেরিকান দাতা সংস্থা ইউএসএআইডি’র নতুন প্রকল্প ‘সমতা’ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার ১৩ সেপ্টেম্বর সকালে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে বন্ধু’র নির্বাহী পরিচালক সালেহ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাইয়ুম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজনীন সুলতানা, জেলা সমবায় অফিস ময়মনসিংহ মোহাম্মদ রবিন ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়সহ প্রমুখ।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,এ প্রকল্পের মাধ্যমে তাদের প্রতি লিঙ্গ বৈষম্য এবং নির্যাতন কমবে।

মার্কিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর অনেক দেশই এ জনগোষ্ঠীর মানুষের সুরক্ষা নিয়ে কাজ করছে। এখান থেকে বেরিয়ে আসতে শিক্ষা, কর্মসংস্থান এবং সাংস্কৃতিক পরিবর্তন ঘটাতে হবে।প্রসঙ্গত, সমতা প্রকল্প আগামী ৫ বছরের জন্য দেশের ৮ টি বিভাগে কাজ করবে। ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিতে কাজ করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

এ প্রকল্পের আওতায় ৮৭০০ জন ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর মানুষকে জীবনমান পরিবর্তনে সহায়তা করবে এবং ৪৭৫০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তথ্য দিয়ে সহায়তা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!