Header Image

ময়মনসিংহ জেলা তথ্য অফিসের আয়োজনে স্কুল পর্যায়ে কুইজ প্রতিযোগিতা শুরু

 

ময়মনসিংহ ১৪ সেপ্টেম্বর ২০২৩: ময়মনসিংহ জেলা তথ্য অফিসের উদ্যোগে বাল্যবিবাহ ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ এবং শিশু ও কিশোর-কিশোরীদের সুস্থতা বিষয়ক স্কুল পর্যায়ে কুইজ প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে।

ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় জেলা তথ্য অফিস কর্মসূচির প্রথম দিনে ময়মনসিংহ সদর উপজেলার সিরতা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ হলরুমে ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুস সেলিম, অধ্যক্ষ, সিরতা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক শেখ মোঃ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি এজেডএম ইমাম উদ্দিন মুক্তা এবং সহকারী তথ্য অফিসার মোঃ রোকুনুজ্জামান, জেলা তথ্য অফিস, ময়মনসিংহ।

আলোচনা সভায় বক্তারা বাল্যবিবাহ, জাতীয় শিশুনীতি, শিশু আইন, বাল্যবিবাহ নিরোধ আইন, যৌতুক নিরোধ আইন এবং শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে গৃহীত আইনগত পদক্ষেপের বিভিন্ন দিক তুলে ধরে ছাত্র-ছাত্রীদের এসব বিষয়ে সচেতন হওয়ার উপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পরে ছাত্র-ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান পরিচালক শেখ মোঃ শহীদুল ইসলাম। জেলা তথ্য অফিস সূত্রে জানা যায় এ কর্মসূচি সেপ্টেম্বর-নভেম্বর ২০২৩ পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!