Header Image

ভালুকায় সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভা

 

আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ

ময়মনসিংহের ভালুকায় মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, চুরি, ছিনতাই, জুয়া সামাজিক অবক্ষয় ও অপসংস্কৃতি প্রতিরোধে করনীয় সামাজিক সচেতনতা বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৫ সেপ্টেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে বিকেলে চাপড়বাড়ী দাখিল মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,কমিউনিটি পুলিশের সভাপতি আব্দুর রউফ, ভালুকা সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান তুহিন, সাবেক অধ্যাপক মতিউর রহমান মোহন, মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন,মল্লিক বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসাইন, সাবেক আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু, চাপড়বাড়ী দাখিল মাদ্রাসার সুপার মোঃ মোবাশ্যারুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন, সাধারণ সম্পাদক অনিক তালুকদার সহ নেতৃবৃন্দ।সঞালনায় ছিলেন খলিলুর রহমান জুয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!