ময়মনসিংহ প্রতিনিধিঃ
জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর পল্টন টাওয়ারে পালন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সোহেল রানা। প্রতিষ্টাবার্ষিকীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খন্দকার তানিয়া।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন পত্রিকার অন্যান্য কর্মকর্তা গণ, সকল জেলার বুুরো প্রধান, জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধিসহ প্রমূখ। দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৮ তম বর্ষপূর্তি ও প্রতিষ্টাবার্ষিকীতে নিয়মিত সঠিক সংবাদ পরিবেশন করে বিশেষ অবদান রাখায় এবং নিয়মিত এজেন্টের বিল পরিশোধ করায় দৈনিক আজকের বসুন্ধরা পরিবারের পক্ষ থেকে ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোঃ মফিদুল ইসলাম লাভলু সহ আরোও অনেকেই সম্মাননা স্বারক প্রদান করা হয়।
আলোচনা সভা ও সম্মাননা স্বারক প্রদান শেষে মধ্যাহ্ন ভোজন করার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।