আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধিঃ-
১৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় ভালুকার ধামশুর ও কাঠালী ওয়াবদামোড়ে একদল সন্ত্রাসী বসতবাড়ী ও ওয়ার্কসপে হামলা চালিয়ে মনোয়ারা বেগম (৪৫) ও তার দুই ছেলে বাবুল ( ২১) ও মুনিরুজ্জামান (২৩) কে কুপিয়ে আহত করেছে।
স্থানীরা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ব্যাপারে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানাযায় ধামশুর গ্রামের হারুনুর রশীদের দুই ছেলে ওয়ার্কসপ ব্যবসায়ী বাবুল ও মুনিরুজ্জামানের সাথে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মজিবুর রহমান ও তার বখাটে ছেলে তায়েফ ১৪/১৫ জন সশস্ত্র লোক নিয়ে প্রথমে ধামশুর গ্রামে হারুনুর রশীদের বাড়ীতে প্রবেশ করে ভাংচুর চালায়।
এ সময় তারা হারুনুর রশীদের স্ত্রীকে বেদম মারপিট করে। পরে তারা সন্ধ্যায় মহা সড়ক সংলগ্ন কাঠালী ওয়াবদার মোড়ে বাবুলের ওয়ার্কসপে অতর্কিত হামলা চালিয়ে দুই ভাইকে কুপিয়ে জখম ও নগদ অর্থ সহ মালা মাল লুট করে নিয়ে যায়।