ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল-মাহমুদ সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়ায় ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (১৮ই সেপ্টেম্বর) দুপুরে ত্রিশাল উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সম্মাননা প্রদান করা হয়।
ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক আজকের দর্পণের ময়মনসিংহ ব্যুরো প্রধান সারোয়ার জাহান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদের সঞ্চালনায় সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি খ.ম শফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও মানব জমিন প্রতিনিধি শফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জাতীয় দৈনিক চিত্র ত্রিশাল প্রতিনিধি মোঃ আসাদুল ইসলাম মিন্টু, সমাজকল্যাণ সম্পাদক ও জাতীয় দৈনিক আজকের দর্পণ ত্রিশাল প্রতিনিধি মোমিন তালুকদার, নাট্য ও সাহিত্য বিষয়ক সম্পাদক ও জাতীয় দৈনিক বাংলাদেশের খবর ত্রিশাল প্রতিনিধি ফাতেমা শবনম, আইন বিষয়ক সম্পাদক জাকিয়া বেগম আকলিমা, সদস্য আব্দুল কাদের জিলানী, জহিরুল কাদের কবির, সদস্য ও এসএফ টিভির ব্যবস্থাপনা সম্পাদক রাকিবুল হাসান ফরহাদ, দৈনিক জনতার কণ্ঠ ত্রিশাল প্রতিনিধি ইকবাল হোসেন, অনলাইন পোর্টাল দিনকাল বিডি’র ত্রিশাল প্রতিনিধি সোহাগ উদ্দিন প্রমুখ।
সম্মাননা প্রদান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের পরিদর্শন খাতায় তার অভিব্যক্তি প্রকাশ করেন এবং প্রেসক্লাবে কর্মরত সকল সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।