Header Image

ভালুকায় সরকারের উন্নয়ন তুলে ধরে প্রাক নির্বাচনী উঠান বৈঠক করলেন এমপি ধনু

আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ

ময়মনসিংহের ভালুকায় বতর্মান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে প্রাক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার মল্লিক বাড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকায় বতর্মান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদের এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম, উপজেলা কৃষক লীগের সভাপতি আহসান হাবিব মোহন, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী আব্দুর রহমান, দলীল লেখক সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকী স্বপন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হোসাইন রাজীব , ইউনিয়ন যুবলীগের সভাপতি হামিদ মেম্বার , সাধারন সম্পাদক হাবিবুল্লাহ সবুজ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সহ স্থানীয় আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, এ সরকারের উন্নয়নের ধারা কে অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার বিকল্প নেই। আসুন আমরা সবাই একত্রিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে কাজ করি। ঐক্য বদ্ধ আওয়ামী লীগ কে কেউ হারাতে পারেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!