আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া কুরআন বিতরণ ও খাবার প্রদান করা হয়।
শুক্রবার ২৯ সেপ্টেম্বর বিকালে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মেদিলা মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন শিবলীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কে বি এম আসাদুজ্জামান সানার সঞালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুজ্জামান পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি এস এম গোলাপ, রাজীব হোসেন ঝুটন, বদরুল হাসান আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন খুররম, পৌর সভাপতি আহসানুল ইসলাম হিমেল, সম্পাদক রতন মন্ডল সহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া ও কোমলমতি শিশুদের মাঝে খাবার প্রদান, পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।