ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজ জাতীয় ছাত্র সমাজের সভাপতি মাহমুদুল হাসান স্বরণ এর পিতার স্মরণে উপজেলা জাতীয় পার্টি কর্তৃক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজ জাতীয় ছাত্র সমাজের সভাপতি মাহমুদুল হাসান স্বরণের সদ্যপ্রয়াত পিতা মরহুম মোফাজ্জল হোসেন স্মরণে পশ্চিম বাজারস্হ ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব নাজমুল হক সরকার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড. হাবিবুর রহমান হাবিবুল্লাহ র সন্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাপা র যুগ্ম আহ্বায়ক, ফুলবাড়ীয়া উপজেলা জাপা র জ্যেষ্ঠ সদস্য,ফুলবাড়ীয়া জাতীয় পার্টির একক এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল।
এসময় বক্তব্য রাখেন জাপা নেতা মোস্তাফিজুর রহমান বিএসসি, ডাঃ আব্দুস সালাম, তোফাজ্জল হক তোতা, খাইরুল আনাম সিদ্দিকী মুকুল, ডাঃ সবুর আহমেদ রফিক, পৌর জাতীয় পার্টির সভাপতি বদরুল আনাম সিদ্দিকী রিপন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শিকদার। কৃষক পার্টি নেতা আরিফ হোসেন, যুব সংহতি নেতা হাকিম মনির আহমেদ, অপূর্ব দাস অপু, নাসরিদ ইসমাইল, ছাত্র সমাজ নেতা ইঞ্জিঃ সাদ বিন রহমান আকাশ, আশরাফ উল্লাহ্, পলক মন্ডল, মাহমুদুল হাসান স্বরণ, নূরুল ইসলাম নাহিদ প্রমূখ।
বার্তা প্রেরক:
নূরুল ইসলাম নাহিদ
সদস্য, ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় পার্টি