Header Image

ত্রিশালে সাংবাদিকের বাসায় দিন দুপুরে দুর্ধষ চুরি

 

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহ থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক সবুজ সময় পত্রিকার সম্পাদক ও দৈনিক বণিক বার্তার ময়মনসিংহ জেলা প্রতিনিধি মুহাম্মদ আলমগীর কবীরের ত্রিশালস্থ পৌরসভার ৬নং ওয়ার্ডের নিজ বাসায় সোমবার দিন দুপুরে দুর্ধষ চুরি হয়েছে। বাসার সাব-মারসেবল মটর,বৈদ্যুতিক পাখা,থাই গ্লাস, বারান্দার গ্রীল,গ্যাসের চুলাসহ বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়,গত মাসে আফরোজা খাতুনের নিকট হতে ক্রয় সূত্রে সাবকাওলা মুলে এ বাসার মালিক হন সাংবাদিক আলমগীর কবীর।

সাবেক কাউন্সিলর দুলাল উদ্দিন দুলু ও তার ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাসার আগের মালিকের নিকট টাকা পাবেন বলে বাসাটির মূল গেইটে তালা লাগিয়ে দেন। বিষয়টি সমাধানের জন্য দুলুকে চাপ দিলে সে কাল ক্ষেপন করেন।

সোমবার দুলাল মন্ডলের ভাতিজা একাধিক মামলার আসামী ফরিদ হোসেন বাসার মূল গেটের তালা ভেঙ্গে বাসায় ঢুকে বাসায় থাকা মালামাল গুলো চুরি করে নিয়ে যায়। এ ঘটনা স্থানীয় কাউন্সিলর আলমগীর কবীর আলম টের পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর এক ভাঙ্গরীর দোকান থেকে বারান্দার গ্রীল উদ্ধার করে।

ত্রিশাল থানার এস আই আনিস জানান, বাসায় কেউ না থাকায় সাব-মারসেবল মটর,বৈদ্যুতিক পাখা,থাই গ্লাস, বারান্দার গ্রীল,গ্যাসের চুলাসহ বৈদ্যুতিক তার চুরি হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাইন উদ্দিন ঘটনার সততা নিশ্চিত করে জানান চুরিকৃত মালামাল উদ্বারের জন্য চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!