আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৫ ইউনিটের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সোমবার ২ অক্টোবর দুপুরে নোমান কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানাটি পরিদর্শন করেন।
এসময় কারখানার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে মালিক, ম্যানেজমেন্ট ব্যক্তিবর্গ, ও সাধারণ শ্রমিকদের সমন্বয়ে শিল্প কারখানার আইন শৃংখলা নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ফ্যাক্টরির সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপক সামগ্রী, সিকিউরিটি ব্যবস্থা, শ্রম বান্ধব কর্মপরিবেশ সৃষ্টি ও পরিদর্শন সহ ফ্যাক্টরির কতৃপক্ষ কে পরামর্শদেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত ফ্যাক্টরির জি এম শাহ আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৫ ময়মনসিংহ মোঃ মিজানুর রহমান।
উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ সহ পুলিশ ও ফ্যাক্টরির অন্যান্য কর্মকর্তা বৃন্দ।