Header Image

ঈশ্বরগঞ্জে পানিবন্দী মানুষের মাঝে নগদ অর্থসহ ত্রাণ সহায়তা প্রদান

 

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বন্যার্তদের মাঝে নগদ অর্থসহ ত্রাণ সহায়তা প্রদান করা রয়েছে।

শনিবার (৭ অক্টোবর) বিকেলে ঈশ্বরগঞ্জ পৌরএলাকার চরনিখলা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া পৌরএলাকার অর্ধশতাধিক বন্যার্ত মানুষের মাঝে নগদ অর্থসহ ত্রাণ বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি আব্দুছ ছাত্তার।

বন্যার্তদের মাঝে ত্রাণ হিসেবে দেয়া হয় শুকনো খাবারসহ প্রয়োজনীয় নিত্যসামগ্রী। এ সময় সাবেক সংসদ সদস্য আব্দুছ ছাত্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার পক্ষ থেকে বন্যার্তদের মাঝে এসব সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি আরোও বলেন, আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে থাকে। আমার নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা সকল দুর্যোগ দুর্বিপাকে সবার আগে জনগণের পাশে থাকে।

বিতরণের সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মুক্তি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ, কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি, জেলা যুবলীগের সদস্য মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার জাহান মামুন, পৌর কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!