ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ নগরীর যানজট নিরসনের লক্ষে অটোরিকশা চালকদের সাথে মতবিনিময় করেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।
সোমবার (০৯ অক্টোবর) সকাল ১১.০০টায় পার্ক এলাকায় অটোরিকশা চালকদের সাথে মতবিনিময়ে শহরে যানজট নিরসনে অটো রিকশাচালকদের যেখানে সেখানে রিক্সা না থামানোর নিদের্শনা দিয়েছেন থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।
উক্ত মতবিনিময় অনুষ্ঠানে দীর্ঘদিনের জনর্দূভোগ নগরীর যানজট নিরসন ও বিভিন্ন সময়ে যাত্রী সেজে সিএনজি,অটোরিক্সা ছিনতাই প্রতিরোধের জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।
অটোরিকশা চালকদের উদ্দেশ্যে সচেতনতা মূলক বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।
অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ ময়মনসিংহ নগরীর যানজট নিরসন, সিএনজি ও অটোরিকসা ছিনতাই প্রতিরোধ কল্পে নানাবিধ পরামর্শ মূলক আলোচনা করেন এবং যানজট নিরসনে অটোরিকশা চালকদের মহাসড়কে যত্রতত্র ভাবে অটোরিক্সা না রাখার জন্য নির্দেশ প্রদান করেন।
সিটি করপোরেশন যানবাহন শাখা সুত্রে জানা গেছে- এর আগে যানজট নিরসনের জন্য অটোরিক্সা গুলোকে লাল ও সবুজ রঙের স্টিকার দিয়ে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। একদিন লাল পরের দিন সবুজ রঙের স্টিকার লাগানো অটোরিকশা চলাচলের ব্যবস্থা করা হয়েছে, এতে করে নগরীর যানজট অনেকাংশে কমে যায়।
ওসি জানান, আগের নিয়মেই সিএনজি ও অটোরিকশা গুলো লাল ও সবুজ রঙের স্টিকার দিয়ে চালাতে হবে। ময়মনসিংহ নগরী একটি যানজট মুক্ত শহর হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি সহযোগিতা কামনা করেন তিনি।