ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
সাম্প্রতিক প্রাকৃতিক দূর্যোগে বন্যায় কবলিত সারাদেশ ফসলসহ বিভিন্ন ক্ষতি হয়ে নিঃস্ব হয়েছেন লাখ লাখ মানুষ। এ বন্যায় ফসলের পাশাপাশি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় মৎস্য চাষীরা। ত্রিশালে মৎস্য সম্পদের যে পরিমান ক্ষতি হয়েছে তা কখনো ভাষায় প্রকার করার মত মত না প্। বিভিন্ন মিডিয়ার জড়িপে উঠে এসেছে উপজেলায় প্রায় হাজার কোটি টাকার মাছ বৃষ্টির পানিতে ভেঁসে গেছে।
রবিবার সকালে বিষয়টি নিয়ে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সদস্য ত্রিশাল পৌরসভার মেয়র আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে সকল ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের প্রতি সমবেদনা জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন এই অতর্কিত দীর্ঘসময় বৃষ্টি মৎস্য খামার গুলো যে পরিমান ক্ষতি হয়েছে, এই ক্ষতি আগামী দিনে দেশে মৎস্য চাহিদা মিঠাতে হিমসিম খাবে। দেশের ৩৩% মাছ উৎপাদন হয় ত্রিশাল থেকে আজ এই উৎপাদিত মাছ গুলো সব ভেঁসে গেছে অনেকেই নিঃস্ব হয়ে গেছেন তাদের শান্তনা দেওয়ার ভাষা আমার নেই। যারা মাছ চাষ করেন প্রত্যেক ব্যক্তি আমার পরিচিত এবং অনেক কাছের মানুষ।
খামারীরা নিজেদের সবকিছু উজার করে দিয়ে এই মাছ চাষে মুলধন বিনিয়োগ করে থাকেন আজ তাদের মুলধন সব বৃষ্টির পানিতে ভেঁসে গেছে। আমি ক্ষতিগ্রস্ত মৎস্য খামারীদের বুক ফাুঁটা আত্মনাৎ থেকে বলছি ত্রিশালের মৎস্য শিল্পটা যাতে নষ্ট না হয় সে জন্য বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষ সুদৃষ্টি কামনা করছি যাতে সরকারি সহযোগীতা পেয়ে ত্রিশালের মৎস্য চাষীরা আবারো মৎস্য চাষে মনোযোগী হয়।