
মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহ নগরীর যানজট নিরসনে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ অটোরিকশা চালকদের সাথে ১০ অক্টোবর দ্বিতীয় দিনেমত আলোচনা অব্যাহত রেখেছেন।
অটো ও রিক্সা চালাকদের প্রতি ওসি শাহ্ কামাল আকন্দ কিছু নির্দেশনা প্রদান করেন। নিম্নে নির্দেশনা গুলো তুলে ধরা হলোঃ ১। ট্রাফিক আইন মেনে সারিবদ্ধভাবে অটো ও রিক্সা চালাতে হবে, রং সাইডে গিয়ে যানজট সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে। ২। যত্রতএ অটো থামিয়ে যাত্রী উঠানো এবং নামানো যাবে না। ৩। ভাড়া নেওয়ার জন্য রাস্তায় অটো বা রিক্সা থামিয়ে যানজট তৈরি করা যাবে না। ৪। যেখানে সেখানে যাত্রী উঠানো বা নামানো এবং গাড়ী ঘুরিয়ে যানজট সৃষ্টি করা যাবে না।
৫। গন্তব্যহীন কোন যাত্রীর রিজার্ভ ভাড়া নেওয়া থেকে বিরত থাকতে হবে। ৬। যাত্রীবেশধারী ছিনতাইকারী বা বখাটেদেরকে অটো বা রিক্সায় উঠানোর ক্ষেত্রে সর্তক থাকতে হবে। ৭। যাত্রীদের থেকে ভাড়া আদায়ের জন্য দীর্ঘসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা যাবে না, প্রয়োজনে ভাংঙ্গি টাকা সাথে বা রেডি রাখতে হবে। ৮। অচেনা যাত্রীর দেওয়া কোন পানীয় বা খাবার খাওয়া যাবে না। ওসি শাহ কামাল আকন্দ আরোও জানান আগামী ৩ দিন এভাবে সকল অটো ও রিক্সা চালকদেরকে এই নির্দেশনা অনুযায়ী অটো ও রিক্সা চালানোর জন্য আলোচনা করা হবে।
পরবর্তীতে এই নির্দেশনা না মেনে অটো ও রিক্সা চালিয়ে যানজট সৃষ্টি করলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। আলোচনাকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ট্রাপিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান।