Header Image

ভালুকায় আ‘লীগ সরকারের উন্নয়ন প্রচারে মতবিনিময় সভা

 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিরিধি:

ময়মনসিংহের ভালুকায় ‘আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ১৫ বছর’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌরসভার সিটি গার্ডেন নামের একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে ওই মতবিনিময় সভার আয়োজন করেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব।

এসময় বর্তমান সরকারের ১৫ বছরের নানা উন্নয়নের কথা তুলে ধরেন তিনি বলেন, আমি সার্বক্ষনিক এলাকার উন্নয়নমূলক কাজসহ জনসাধারণের সুখে দুখে থাকার চেষ্টা করেছি। ঢাকা থেকে এসে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আশা করি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাকে মুল্যায়ন করবেন এবং আবারো এই আসনটি সবাই মিলে নেত্রীকে উপহার দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।

মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া, আওয়ামীলীগ নেতা মোতালেব সরকার, মোতাহার হোসেন রিপন, আক্তারুজ্জামান প্রিন্স, কামরুজ্জামান বিদ্যুৎ, তানভীর খান, রাশেদুজ্জামান বাবু, সাইফুল ইসলাম তালুকদার, ইউসুফ আহাম্মেদ নিলয়সহ স্থানীয় প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!