দেশের ঐতিহ্যবাহী শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিকলীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ত্রিশাল উপজেলা জাতীয় শ্রমিকলীগ।
বৃহস্পতিবার বিকেলে ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে ৫৪পাউন্ড ওজনের কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি সোয়েল মাহমুদ সুমনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমনের সঞ্চালনায় প্রধান অতিিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সদস্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫২ ময়মনসিংহ -৭ত্রিশাল আসন হতে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি ত্রিশাল পৌরসভা থেকে পরপর তিন বারের নির্বাচিত মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। এছাড়াও উপজেলা ও ইউনিয়নের জাতীয় শ্রমিকলীগের কয়েক শত নেতা কর্মী উপস্থিত ছিলেন। জন্ম বার্ষিকী পালনে কোরআন তেলাওয়াত, দোয়া , আলোচনা সভা ও কেক কাটা হয়।