ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া ত্রিশাল উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিগণের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (১২ই অক্টোবর) সকালে উপজেলা পরিষদের প্রয়াত রাশেদুল ইসলাম হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, পৌর মেয়র এবিএম আনিসুজ্জামান, উপজেলা নির্বাহী প্রকৌশলী (বিউবি) রুবেল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল-মাহমুদ, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাঈন উদ্দিন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।