Header Image

ময়মনসিংহে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে ‘মা সমাবেশ’

ষ্টাফ রিপোর্টারঃ

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, ঝড়ে পড়া রোধ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে ময়মনসিংহে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজনে
‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা’ এই স্লোগান নিয়ে বৃহস্পতিবার বেলা২ টায় জেলার সদর উপজেলার সিরতা ইউনিয়নের চর খরিচা বাজারের পাশ্ববর্তী গোবিন্দপুর খরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়েের ব্যবস্থাপনায় এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান বলেন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে মা’দের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন মা শুধু একজন অভিভাবকই নন, ছোট-ছোট শির্ক্ষাথীদের জীবনের প্রথম শিক্ষক। ছোট শিশুরা প্রথম পর্যায়ে পরিবারের মধ্যে মায়ের কাছ থেকেই প্রাথমিক শিক্ষা লাভ করে থাকে। তাই আমাদের শিক্ষক নিয়োগ নীতিমালায় ৬০ ভাগ নারী শিক্ষক নিয়োগ বিধান রাখা হয়েছে। আমাদের কর্মপরিকল্পনার মধ্যে মায়েদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

তিনি বলেন, মায়েরা যত উন্নতভাবে সন্তান পরিচালনা করবে, শিশুরা তত ভালোভাবে বেড়ে উঠবে। শিশুদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও মানবিক মূল্যবোধের উপরও জোর দিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। শুধু ভালো ছাত্র হলে চলবেনা, একইসাথে শিশুদের ভালো মানুষ হতে হবে। এ ক্ষেত্রে মায়েদের ভূমিকা প্রধান। তাই আমরা প্রাথমিক শিক্ষায় মা সমাবেশ, উঠান বৈঠক, হোম ভিজিট ইত্যাদিকে গুরুত্ব দিয়েছি। সমাবেশে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, ঝড়ে পড়া রোধ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মায়েদের গুরুত্ব দেওয়ার আহবান জানান।

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম,জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুজ্জামান,সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন।এর আগে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা বেগম। এসময় জেলা প্রশাসক মুক্তিযুদ্ধের চেতনায় শিশুদের গড়ে তুলতে বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ি নিজেকে গড়ি এই প্রতিপাদ্যা বাস্তবায়নে মুক্তিযুদ্ধের ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে প্রধান শিক্ষকের হাতে বঙ্গবন্ধুর আত্মজীবনী বই তুলে দেন।

খরিচা গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েের সহকারী শিক্ষক আষীষ সাহার সঞ্চালনয় অনুষ্ঠানটি সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসফিক নিশাত, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশিষ তরফদার,পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার,গোবিন্দপুর খরিচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি জান্নাতুল নাছরিন,সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মেম্বার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!