আজ বিকাল ১২:৪৫ মিনিটে সকলের প্রিয়, বিশিষ্ট রাজনীতিবিদ, মযমনসিংহ জেলা সমিতি ঢাকা এর সহ-সভাপতি ,বাংলাদেশ ডেমোক্রেটিক লীগ এর সাধারণ সম্পাদক এবং গত নির্বাচনে ঈশ্বরগঞ্জ থেকে এমপি প্রার্থী এবং ৯০ এর ছাত্র আন্দোলনের তূখোর ছাত্রনেতা মোঃ সাইফুদ্দীন আহমদ মনি(৬৮) মিরপুর টেকনিক্যাল বারডেমে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মরহুমের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এবং ১৫১ ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনে জাতীয় পার্টির একক প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান।
তিনি বলেন মনি ভাই ছিলেন একজন সৎ, সাহসী দেশপ্রেমিক, আমাদের সকলের প্রিয় মানুষ। আল্লাহ তায়ালা যেন আমাদের মনি ভাই কে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। আমিন।
সবশেষে মাহফিজুর রহমান বাবুল আপনাদের সকলের কাছে প্রয়াত মনি ভাই এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য যে, মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে ঈশ্বরগন্জ উপজেলার নিজ গ্রাম মহেশপুরে আজ রাত ০৯ ঘটিকায় এবং পারিবারিক গোরস্হানে দাফন করা হবে(সূত্রঃ-মনি ভাই এর ছোট ভাই প্রফেসর মইনউদ্দীন ঢাঃবিঃ)
এ তথ্যটি নিশ্চিত করেছেন
নূরুল ইসলাম নাহিদ
(ব্যাক্তিগত প্রেস সচিব, অবৈতনিক)
প্রয়োজনে:01620363167