মৃদুল ধর ভাবন,আশুলিয়াঃ
ঢাকা-১৯ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে গাড়িবহর নিয়ে এক বিশাল শোভাযাত্রা বের করেন সমর্থকরা।
১৪অক্টোম্বর শনিবার সকালে শিল্পাঞ্চল আশুলিয়ার পল্লীবিদ্যুৎ পলাশবাড়ী এলাকা থেকে এই শোভাযাত্রাটি বের হয়।
এসময় বিভিন্ন স্থান থেকে প্রায় ১০ হাজার গাড়িবহরে নেতাকর্মীরা জড়ো হতে থাকে। পরে সেখান থেকে শোভাযাত্রা নিয়ে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে যথাস্থানে এসে শেষ হয়।
এসময় শোভা যাএায় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবদুল কাদির দেওয়ান,ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ এনামুল হক মুন্সি,
ঢাকা জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ইমতিয়াজুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুমন আহম্মেদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুছ আলী খান, বীর মুক্তিযোদ্ধা ও কয়েক হাজার সমর্থক এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।