ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ‘নবীন বরণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এইচএসসি সাধারণ ও কারিগরি বিএমটি শাখায় একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। রোববার প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুস ছাত্তার (কমান্ডার)।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মায়ারাণী সরকার। এ ছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ।