স্টাফ রিপোর্টারঃ
শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশালে জমকালো আয়োজনে পালিত হয়েছে পাঠক প্রিয় দৈনিক কালবেলার নবযাত্রার প্রথম বছর পূর্তি ও দ্বিতীয় বছরে পদার্পণ।
পত্রিকাটির প্রথম বছর পূর্তী ও দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে ত্রিশাল প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিসুজ্জামান।
দৈনিক কালবেলা ত্রিশাল প্রতিনিধি আব্দুল্লাহ আল ফাহাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ত্রিশাল আব্বাসিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. এনামুল হক, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশিদুল আলম মজিব, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম বাদল, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউর রহমান সেলিম, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফরহাদ, প্রচার সম্পাদক মামুনুর রশীদ, সাংবাদিক এস এম মাসুদ রানা,ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আসাদুল ইসলাম মিন্টু প্রমূখ।
আলোচনা শেষে কেক কেটে ২য় বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।
আলোচনা সভায় অতিথিবৃন্দ বিগত সময়ের ন্যায় আগামীতেও দৈনিক কালবেলা নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশেন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।