Header Image

ত্রিশাল থেকে ধানীখোলা যাওয়ার রাস্তা এখন যেনো ম’র’ণ ফাঁদ

 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১নং ধানীখোলা ইউনিয়নের ত্রিশাল পৌরসভা থেকে ধানীখোলা যাওয়ার রাস্তা নির্মাণের ২বছর হতে না হতেই বিভিন্ন স্থানে ভাঙন, নিয়মিত ঘটছে দুর্ঘটনা।
ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষ ও যাত্রীদের। বিশেষ করে রোগী ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের। বেহাল সড়ক দিয়ে যাতায়াতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
প্রতিনিয়ত চরম ভোগান্তি আর ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এ এলাকার চালক ও যাত্রীরা।এ সড়কটি যাত্রী ও চালকদের জন্য দুর্ভোগের কারণ হয়ে পড়েছে। ভাঙ্গা এ সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীগন ও যানবাহন।
এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাফেরা সহ শতশত যানবাহন যাতায়াত করে।

স্থানীয় ভূক্তভোগীরা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে সংস্কার কাজের কোনো উদ্যোগ কাউকে নিতে দেখছি না, ফলে সড়ক দিয়ে চলাচলকারী ছোট-বড় অনেক যানবাহন দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে।
এ পথে নিয়মিত চলাচলকারী সিএনজি চালক জানান, জরুরী ভিত্তিতে এসব রাস্তা সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় এক কলেজ শিক্ষার্থী বলেন এ সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। যাতে আমরা শিক্ষার্থীরা নিরাপদে কলেজে যাওয়া- আসা করতে পারি।

ভ্যানগাড়ি চালক বলেন, পেটের দায়ে গাড়ি নিয়ে বের হতে হয়। ভাঙা রাস্তা দিয়ে গাড়ি চালাতে মন চায়না কিন্তু নিরুপায় হয়ে আমাদেরকে গাড়ি চালাতে হচ্ছে। ভাঙ্গা রাস্তায় গাড়ি চালাতে খুবই ভয় করে।

এবিষয়ে রাস্তার ঠিকাদার ও ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ সোহেল বলেন, হঠাৎ বন্যায় পানি প্রবাহিত হতে না পারায় কালভার্টের নীচের মাটি সরে গিয়ে এ ভাঙনটি তৈরি হয়েছে। বিষয়টি আমি উপজেলা ইঞ্জিনিয়ার কে জানিয়েছি।

এবিষয়ে উপজেলা নির্বাহী প্রকোশলী (এলজিইডি) মনিরুজ্জামান বলেন, আকষ্মিক বন্যার কারণে রাস্তার এ ভাঙন হয়েছে। বিষয়টি আমরা উর্ধতন কতৃপক্ষকে অবহিত করেছি। আশা করছি খুব দ্রুত সংস্কার কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!