ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে বাংলাদেশ কৃষক লীগের ৫১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা কৃষক লীগ।
কমিটিতে মোঃ জিয়াউল হক লিটনকে আহ্বায়ক ও মোঃ তরিকুল ইসলামসহ (০৫) পাঁচজনকে যুগ্ম-আহ্বায়ক করা হয়।
১৭ই অক্টোবর (মঙ্গলবার) বিকেলে বাংলাদেশ কৃষক লীগ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ মাহবুবুল আলম ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু এই কমিটি অনুমোদন দেন।
এসময় নতুন কমিটির উদ্দেশ্য উপজেলা কৃষক লীগের সভাপতি মুহাম্মদ মাহবুবুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক মিন্টু বলেন, নতুন কমিটিকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এই কমিটির সবাই দলের জয়ের জন্য শক্তিশালী ভুমিকা রাখবে বলে আশা করছি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি উবাইদুল হক,সহ-দপ্তর সম্পাদক মাসুদ রানা সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।