ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ই অক্টোবর) সকালে উপজেলা পরিষদের (প্রয়াত রাশেদুল ইসলাম) হলরুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলে রাব্বি,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহিদ উল্লাহ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম,জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য মীর সালমা,উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা খানম রুমা প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা-কর্মচারীগণ,বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রধান শিক্ষকসহ বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।