Header Image

ভালুকায় শত্রুতার জেরে পুকুরের বাঁধ কেটে মাছ নিধনের অভিযোগ

 

ভালুকা প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকায় শত্রুতার জেরে পুকুরের বাঁধ কেটে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার বান্দিয়া এলাকায় সিরাজ উদ্দীন খানের ছেলে আসলাম খান দীর্ঘদিন যাবত ওই এলাকার ভর বিলা নামক বিলে ২২ একর জায়গা নিয়ে “মল্লিকা মৎস্য খামার” নামে একটি মৎস্য খামার তৈরি করে। এতে তার বিশ্বাস ফিড ফিস লিমিটেট কোম্পানী থেকে কোটি ৫০ লক্ষ টাকার খাদ্য ও বিভিন্ন ব্যাংক থেকে আর্থিক ঋণ নেওয়া আছে। কয়েক দিনের মধ্যে মাছ গুলো বিক্রিরও উপযুক্ত হতো। তবে গেলো দুই দিনের অতি বৃষ্টিতে মাছ গুলো চলে যায় অন্য জলাশয়ে। ভুক্তভোগী আসলাম জানায়, এলাকার সিদ্দিক খানের দুই ছেলে মোকছেদুল (৪০) ও ফরহাদুল (৩৩), মৃত বেলায়েত হোসেন ছেলে জিলহক খান (৪০) সহ অজ্ঞাত নামা কয়েকজন লোভী লোক মিলে গত ০৬-১০-২০২৩ইং ভারী বর্ষণের সময় খামারের বাঁধ কেটে পানি ঢুকিয়ে দেয় পতিত জলাশয়ে যার কারনে সবগুলো মাছ চলে যায় উন্মুক্ত জলাশয়ে। ভুক্তভোগীর দাবী উন্মুক্ত জলাশয় থেকে নিজ খরচে মাছ তুলে নিতে গেলে উল্লেখিত ব্যাক্তিরা তাকে মারধর সহ খুন জখমের হমকি দেয়।

উপজেলা প্রশাসন ও থানা পুলিশ দুপক্ষের শান্তি বজায় রাখতে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে বললে গত সোমবারে চেয়ারম্যান স্থানীয় লোকদের সাথে নিয়ে খামারের পাশেই একটি সালিশি মিটিংয়ে বসে। উক্ত শালিসে অভিযোক্তরা শালিস না মেনে চেয়ারম্যানসহ অভিযোগ কারীদের পক্ষে থাকা লোকদের অকথ্য ভাষায় গালমন্দ করে।

এ বিষয়ে অভিযোক্তা জানায়, অতি বৃষ্টির কারণে বাঁধ ভেঙে মাছ উন্মুক্ত জলাশয়ে প্রবেশ করেছে। কোনো শত্রুতার জেরে মাছ যায়নি।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ জানান, বিষয়টি তিনি সরজমিনে গিয়ে ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!