বিকেলে ময়মনসিংহ অডিটোরিয়াম” ৭০/১ এলিফ্যান্ট রোড, ঢাকায়, ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা এর সহ সভাপতি, ময়মনসিংহ জিলা সমিতি ঢাকা এর সহ সভা পতি, বিশিষ্ট রাজনীতিবিদ, ঢাকা বিশ্ব বিদ্যালয় এর সাবেক ছাত্র নেতা সদ্য প্রয়াত সাইফুদ্দীন আহম্মেদ মনি স্বরণে শোক সভা, মিলাদ ও দোয়া সমিতি র সভাপতি বীরমুক্তি যোদ্বা মাহফিজুর রহমান বাবুল ও অতিরিক্ত মহা সচিব মোঃ হেলাল উদ্দীনের সন্চালনায় অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোখলেছুর রহমান। অনুষ্ঠানে মরহুম সাইফুদ্দীন আহম্মেদ মনি র রাজনৈতিক, সামাজিক ,সাংগঠনিক কর্ম কান্ড তুলে ধরে ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা এর মহা সচিব সুপারিনটেনডেন্ট ইন্জিনিয়ার মোঃ আব্দুর রাজ্জাক, প্রয়াত মনি ভাই এর কনিষ্ট ভ্রাতা ঢাঃবিঃ এর অধ্যাপক জ্বনাব মইনুদ্দীন খালেদ,সহ সভাপতি অধ্যাপক আকবর সিরাজী, বীরমুক্তিযোদ্বা আব্দুল কুদ্দুস খান, আকবর পাঠান, যুগ্ম মহা সচিব মোহাম্মদ আলী, এম এ মান্নান, ইন্জিঃ আবু মোঃ সায়েম, সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা লতিফুল ইসলাম নিপুল,ধর্ম বিষয়ক সম্পাদক এড. শফি খন্দকার,সহ-ধর্ম সচিব ইন্জিঃ এরশাদ উল্লাহ, আইন বিষয়ক সচিব এড. রুহুল আমিন,মহিলা বিষয়ক সম্পাদক কবি রীনা পন্ডিত,যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহরুজ তালাল দাইয়ান, অন্যতম সদস্য আদনান শাহরিয়ার নাজিন, সম্মানিত সদস্য এড. খলিলুর রহমান, নাজমুর রহমান তালুকদার সেলিম, সমিতির যুগ্ম সচিব শিল্পপতি মোঃ মিজানুর রহমান মিজান,বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ সাইদুর রহমান,অন্যতম সদস্য মোঃ ফজর আলী, মিসেস কারুন্নাহার, মোঃ সামী, ইন্জিঃ তারেক, ইন্জিঃ তকদীর, মাননীয় প্রধান মন্ত্রী মহোদয়ের কার্যালয়ের যুগ্ম সচিব জ্বনাব মন্জুরুল ইসলাম শাহীন,শিল্পপতি জুয়েল, ইন্জিঃ লোটন, ইন্জিঃ এম এইচ খান টুটুল, অধ্যক্ষ ডাঃ ইব্রাহিম, শিল্পপতি সামসুল হক, ইয়াহিয়া, দুলাল,খায়রুল ইসলাম, এলাহাজ, ফরিদুলও ইমরান তালুকদার প্রমূখ।
সভার দ্বিতীয় পর্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হাই।