আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় উঠান বৈঠক করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি।
বৃহস্পতিবার ১৯ অক্টোবর বিকেলে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড সাতেঙ্গা গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহাম্মদ আলী মাষ্টারের সভাপতিত্বে সোনার বাংলা ডিগ্রি কলেজের প্রভাষক আ.ফ.ম. আফজাল হোসেনের সঞ্চালনায় প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি।
এসময় উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আ.খ.ম রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ ওয়াদুদ মিয়া, ৭ নং মল্লিকবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক শ্রী ব্রজেন দাস, আওয়ামী লীগ নেতা আমির হোসেন ধনু, মোঃ আইন উদ্দিন, আশরাফ হোসেন, ভালুকা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কে.বি. এম আসাদুজ্জামান ছানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন খুররম সাবেক ছাত্রনেতা ফজলে রাব্বি রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক বিশাল, শ্রমিকলীগ নেতা তারেকুজ্জামান রন্টি, ৯ নং কাচিনা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির শিকদার, ভালুকা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সৃজন সরকার, সাধারণ সম্পাদক আদি আহমেদ শাকিল, উপজেলা তাঁতী লীগের দপ্তর সম্পাদক মোঃ শাকিল হাসান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শ্রী বাবুল সরকার প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে এমপি মনি সরকারের উন্নয়ন চিত্র সার্বিক ভাবে তুলে দরেন, এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে তার জন্য সকলকে ঐক্য বদ্ধ থেকে কাজ করতে বলেন।
তিনি আরও বলেন আমি ভালুকা আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাসী আমার জন্য দোয়া করবেন।