ষ্টাফ রিপোর্টারঃ
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদশ্রণ করেছেন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও বেগম রওশন এরশাদ এমপির প্রতিনিধি সাবেক ছাত্রনেতা আবদুল আউয়াল সেলিম।
শনিবার (২১শে অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর
দুর্গা বাড়ী মন্দির, যুবলিঘাট মন্দির, আঠারবাড়ী মন্দির, শ্রী শ্রী জয় কালী মাতা মন্দির (বড়কালীবাড়ী) সহ বেশ কয়েকটি মন্দিরে পুজাঁ মন্ডপ পরিদর্শনে গিয়ে তিনি পুজাঁ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ দুর্গাবাড়ী মন্দিরে গেলে সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি পুজাঁ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্ভয়ে নির্ভিগ্নে শারদীয় দুর্গাোৎসব উদযাপনের আহবান জানান।
পরিদর্শন কালে আবদুল আউয়াল সেলিম বলেন, আমরা একই সঙ্গে যার যার মতো ঈদ ও পূজা পালন করে আসছি। এখানে নেই কোন ভেদাভেদ হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান পরস্পরের মাঝে মধুর সম্পর্ক। শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে দুর্গা বাড়ী মন্দীরে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত বক্তব্যে আবদুল আউয়াল সেলিম আরো বলেন “সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ”। দেবী দুর্গার বাণীকে অনুসরণ করে পৃথিবী থেকে অপশক্তি দূর হউক। আর এই শান্তির বাণী পৌছে যাবে ঘরে ঘরে পাশাপাশি পল্লীবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে বেগম রওশন এরশাদ এমপির হাতকে শক্তিশালী করার জন্য সকলের সহযোগীতা চেয়েছেন। পাশাপাশি পূজা মন্ডপ পরির্দশন কালে মন্ডপ ও আয়োজকদের শুভেচ্ছা জানান।
এসময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোশারফ হোসেন, যুগ্ম আহবায়ক আব্বাস আলী তালুকদার, লাল মিয়া লাল্টু, মোঃ শাহজাহান,সাব্বির হোসেন বিল্লাল,সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইদ্রিস আলী, নেতা আব্দুল লতিফ সরকার,তফাজ্জল হোসেন (অবঃ) দারুগা,জাতীয় তরুণ পার্টি সভাপতি কাউসার আহমেদ,মন্দির পরিদর্শন কালে পূর্জা উদযাপন পরিষদের সভাপতি এড: প্রণব কুমার সাহা রায়, সাধারণ সম্পাদক এড: রাখাল, উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শংকর সাহাসহ জাতীয় যুব সংহতি জেলা শাখার আহবায়ক শরীফ খান পাঠান মিল্টন,জাতীয় যুবসংহতিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।